Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

‘সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের গণজোয়ার তুলতে হবে’       

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

জানুয়ারি ১৫, ২০২১, ০৩:৪৫ পিএম


‘সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের গণজোয়ার তুলতে হবে’       

ময়মনসিংহ গৌরীপুর শুক্রবার (১৫ জানুয়ারি) আগামী ৩০ জানুয়ারি গৌরীপুর পৌরসভা নিবার্চনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান আতা'র সমর্থনে পৌর এলাকার বিভিন্ন মোড়ে পথসভা ও দলীয় কার্যালয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়। 

জেলা উত্তর যুব দলের সভাপতি শামছুল হক শামছু সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের গণজোয়ার তুলতে হবে। ঐক্যের কোন বিকল্প নেই। ক্ষমতাসীন দলের মাঝে পদ নিয়ে বিশৃংখলা সৃষ্ঠি হয়েছে। কোন্দল আমাদের দলের মধ্যে নেই। কোন্দল এখন আওয়ামী লীগে। তাই এ সুযোগকে কাজে লাগিয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিটি ভোটারদেরকে কেন্দ্রে এনে ভোট দেওয়াতে হবে। ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। তাহলেই জয় ধানের শীষের অনির্বায।

এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের আহবায়ক ফুলপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. আবুল বাশার আকন্দ ও জেলা উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদ তায়েবুর রহমান হিরন, জেলা উত্তর যুবদলের সাবেক সভাপতি কামরুজ্জামন লিটন, সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব, জেলা উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলী আকবর আনিছ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তানজিন চৌধুরী লিলি, জেলা উত্তর যুবদলের সহ-সভাপতি মুহাম্মদ মাহফুজুর রহমান, জেলা যুবদল নেতা কাজী আব্দুল্লাহ আল আমিন, আনোয়ারুল ইসলাম কামাল, তাজুল ইসলাম খোকন, সুজিত কুমার দাস, মনিরুজ্জামন পলাশ, বিএনপি নেতা বেগ ফারুক আহাম্মদ, এড.আব্দুস সোবহান সুলতান, নিজাম উদ্দিন সরকার, মাহবুবুল আলম সরকার, সাদেক মিয়া, ফারুক আহাম্মদ ভিপি ফারুক, জেলা কৃষকদলের সদস্য সচিব মোহাম্মদ আলী, জেলা ছাত্রদলর নেতা নিহাদ সালাম ডুনন, রায়াহান শরীফ হলুদ, মহিবুল হক টুটুল, ইথেন ভুঞাঁ, খোরশেদ আলম প্রমুখ। 

এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল কৃষকদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

আমারসংবাদ/কেএস