Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

কৃষিমন্ত্রীর প্রশ্ন: ৩২-৩৩ টাকার মোটা চাল ৪৪; কারণ কি? 

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৭, ২০২০, ১০:২০ এএম


কৃষিমন্ত্রীর প্রশ্ন: ৩২-৩৩ টাকার মোটা চাল ৪৪; কারণ কি? 

চালের দাম হুট করে বেড়ে যাওয়ার কারণই খুঁজে পাচ্ছেন না কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। তিনি বলেছেন, আগে মোটা চালের দাম ছিল ৩২-৩৩ টাকা, সে জায়গায় এখন তা বিক্রি হচ্ছে ৪৪ টাকায়। কারণ কি?

রোববার (২৭ ডিসেম্বর) ঢাকার কেআইবি মিলনায়তনে এক কর্মশালায় সরকারের সংশ্লিষ্টদের প্রতি মন্ত্রী এ প্রশ্ন রাখেন।

কর্মশালায় উপস্থিত হয়ে আবদুর রাজ্জাক বলেন, আজকে সরকারের ঘরে চাল নেই। আমাদের চাল আমদানি করতে হচ্ছে। কখনও তাও আমদানি করতে পারি না। অবশ্য কিছু ভুলভ্রান্তি আমাদের আছে। তাই বলে চালের দাম কেন এত বাড়বে?

কৃষিমন্ত্রী বলেন, চলতি বছর দুই দফা বন্যার কারণে আউশ ও আমন ফলনের কিছু ক্ষতি হয়েছে। তবে উৎপাদনের যে পরিসংখ্যান সরকারের হাতে আছে, তাতে চালের এত ঘাটতি হওয়ার কথা নয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘উন্নত মানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের (তৃতীয় পর্যায়- প্রথম সংশোধিত)’ কর্মশালায় উপস্থিত হয়ে তিনি আরও বলেন, আমাদের পেঁয়াজ বীজের সংকট রয়েছে। দুই বিলিয়ন ডলারের ভোজ্য তেল আমাদের আমদানি করতে হয়। এ নিয়ে আরও ভাবতে হবে। উৎপাদন বাড়াতে হবে।

কৃষিমন্ত্রী এসময় দেশে মুগডাল উৎপাদনের ভালো সম্ভাবনা রয়েছে জানিয়ে ডাল, তেল, মসলার পাশাপাশি বিভিন্ন ধরনের সবজির চাষও বাড়ানোর পরামর্শ দেন।

আমারসংবাদ/জেডআই