Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

ফিরেছি ক্যাম্পাসে, ভেঙেছি বন্ধুদের অভিমান

জানুয়ারি ১৪, ২০২১, ১০:৪৫ এএম


ফিরেছি ক্যাম্পাসে, ভেঙেছি বন্ধুদের অভিমান

কেউ বন্ধুদের সাথে সেলফি নিচ্ছেন, কেউ বা আবার দীর্ঘ বিরতিতে বন্ধুদের জমা অভিমানের সমাধা করছেন। কেউ লিপ্ত খুনসুটিতে, কেউ লিপ্ত মাঠের এ পাশ থেকে ওপাশে দৌড়াদৌড়িতে। দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের এমনই উৎসব মুখর দৃশ্যের দেখা মিলেছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে।

গেল মার্চের ১৭ তারিখ থেকে করোনা মহামারীর ফলে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার পরপরই শিক্ষার্থীরা আবাসিক হল ও মেস ছেড়ে পাড়ি জমায় গ্রামে বা নিজ শহরে। দীর্ঘ ১০ মাস ধরে ক্যাম্পাস বন্ধ থাকার কারনে দেখা হয়নি প্রিয় বন্ধু, প্রিয় শিক্ষকদের সাথে। সম্প্রতি ঢাবি অধিভুক্ত সাত কলেজের ১৭-১৮, ১৮-১৯ ও ১৯-২০ সেশনের শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক এসাইনমেন্টের নোটিশ দেয়া হয়। আর এসাইনমেন্ট করে নিজ বিভাগে জমা দিতেই শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসা। শুধু এসাইনমেন্ট জমা দিয়েই শেষ নয় পুরোটা সময় যেন আনন্দ ও উল্লাসে কাটিয়েছি শিক্ষার্থীরা। 

মাঠে আনন্দরত এক শিক্ষার্থী এম এম শরিফের কাছে জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে আসছি। বন্ধুদের সাথে দেখা, স্যারদের সাথে দেখা সব মিলিয়ে অনেক ভালো সময় কাটাচ্ছি। করোনার এমন ভয়ংকর পরিস্থিতিতে অনেক বন্ধুদের সাথেই দেখা হয়নি, কথা হয়নি। বন্ধুদের সাথে অনেকটা মনের দূরত্ব ও তৈরি হয়েছিল। কিন্তু এখন সবাই আবার এক সাথে হাসিমুখে কথা বলছি ভালো লাগছে। ইন শা আল্লাহ অতিদ্রুত আমরা এই খারাপ সময় কাটিয়ে আবার ক্লাসে ফিরতে পারবো।

তিতুমীর কলেজের আরেক শিক্ষার্থী মোঃ রাজু বলেন, অনেক দিন পর ক্যাম্পাসে আসছি। প্রায় ১০ মাস ধরে ক্যাম্পাসে আসা হয়নি, দেখা হয়নি বন্ধুদের সাথে। দীর্ঘদিন বন্ধুদের সাথে, শিক্ষকদের সাথে দেখা হয় অনেক ভালো লাগছে। প্রিয় ক্যাম্পাসকে অনেক মিস করেছি এতদিন। ক্যাম্পাসে আশার ইচ্ছে থাকলেও আসার সুযোগ হয়নি যেহেতু আমাদের অনেকের বাসায় ঢাকার বাহিরে। আশা করছি আবারো হাসিমুখে মহামারী কাটিয়ে ক্যাম্পাসে ফিরতে পারবো।

শিক্ষার্থী সুবর্না হোসাইন বলেন, করোনার ফলে প্রায় ১ বছর হতে চললো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। যার ফলে দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসে আসা হয়নি। বন্ধুদের সাথে মেশা হচ্ছে না, মাঠে বসে আড্ডা হচ্ছে না। এসাইনমেন্ট জমা দেয়ার সুযোগে বন্ধুদের সাথে দেখা হয়েছে। আজকের সময়টা বেশ ভালো কেটেছে। আমরা যারা করোনার কারনে ঢাকার বাহিরে নিজ বাড়িতে অবস্থান করেছি বিশেষ করে তাদের কাছে দীর্ঘদিন পর আজকের এই সময়টি অনেক আনন্দের ছিল। সৃষ্টিকর্তার কাছে চাওয়া যেন দ্রুতই আবার ক্যাম্পাসে ফিরতে পারি।

দীর্ঘ বিরতির পর ক্যাম্পাসে ফিরে এমন উৎসব মুখর পরিবেশের সৃষ্টি করেছি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তাদের চাওয়া শিগগিরই যেন ফিরতে পারে প্রিয় ক্যাম্পাসের আঙ্গিনায়।

আমারসংবাদ/কেএস