Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

আমিরাতের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে জিম্বাবুয়ে

ফেব্রুয়ারি ১৯, ২০১৫, ০৬:০৩ এএম


আমিরাতের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে জিম্বাবুয়ে


সংযুক্ত আরব আমিরাত জিম্বাবুয়ের চেয়ে ছোট দল। কিন্তু নিউজিল্যান্ডের ছোট শহর নেলসনে সেই ছোটো দলের বিপক্ষেই বেশ কিছু শঙ্কার প্রহর পার করতে হয়েছে জিম্বাবুয়েকে। শেষ পর্যন্ত তারা জিতেছে ৪ উইকেটে। কিন্তু সহজেই তাদের ছেড়ে দেয়নি আমিরাতীরা। জিম্বাবুয়েকে তাই কষ্ট করেই জিততে হয়েছে।

টস হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৮৫ রান করে আমিরাত। স্কোরটা যথেষ্ট বড়। আর ২৮৬ রানের জয়ের টার্গেট তাড়া করে ৪৮ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় জিম্বাবুয়ে। শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনের ষষ্ঠ উইকেট জুটির বড় ভূমিকা এই জয়ে। তারা ৮৩ রানের জুটি গড়েই ধুঁকতে থাকা দলকে জয়ের পথে এগিয়ে দিয়েছেন। উইলিয়ামস অপরাজিত ৭৬ রান করে হয়েছেন ম্যাচের সেরা।

রান তাড়া করতে গিয়ে জিম্বাবুয়ের শুরুটা ভালোই হয়েছে। সিকান্দার রাজা ও চাকাভা মিলে ৬৪ রানের উদ্বোধনী জুটি গড়েছেন। কিন্তু ১০ রানের মধ্যে সিকান্দার (৪৬) ও ইনফর্ম মাসাকাদজাকে (১) হারিয়ে একটু থমকে যেতে হয় জিম্বাবুয়েকে। সিকান্দারকে বিদায় জানানো বর্ষীয়ান অফ স্পিনার তৌকির দলের ১১২ রানের সময় তুলে নেন চাকাভাকে (৩৫)। এরপর টেলর ৪৭ এবং মাইর ৯ রানে ফিরে গেলে চাপের মুখে পড়ে জিম্বাবুয়ে। আমিরাতের বোলারদের সেই চাপটা ধরে রাখতে দেননি উইলিয়াম ও আরভিন। ষষ্ঠ উইকেটে চমৎকার জুটি বেধে তারা দলকে নিয়ে যান ২৫০ রান পর্যন্ত। ওখানে আরভিনের (৪২) পতনের পর উইলিয়ামস (৬৫ বলে ৭৬) ও অধিনায়ক চিগুম্বুরা (১৪) দলকে এনে দেন এবারের বিশ্বকাপে প্রথম জয়। প্রথম ম্যাচ হেরেছে জিম্বাবুয়ে।

এর আগে, ব্যাট করতে নেমে ৪০ রানে দুই উইকেট হারিয়ে ফেলে আমিরাত। জিম্বাবুয়ের সেই আঘাত সামলেছেন অভিজ্ঞ খুররম খান ও কৃষ্ণ চন্দ্রন। দুজনে মিলে তৃতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়েছেন। কৃষ্ণ ৩৪ রান করে আউট হয়েছেন। খুররম ৪৫ রান করে ফিরেছেন। এরপর পঞ্চম উইকেটে আরেকটি ৮২ রানের জুটি হয়েছে এসপি পাতিল ও শাইমান আনোয়ারের মধ্যে। দলের ২১৬ রানের সময় পাতিল ফিরেছেন ৩২ রান করে। আর দলীয় সর্বোচ্চ ৬৭ রান এসেছে শাইমানের ব্যাট থেকে। এরপর ৮ম উইকেটে আমজাদ জাভেদ ও মোহাম্মদ নাভিদের মধ্যে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ওঠে। আমজাদ ২৫ ও নাভিদ ২৩ রান করেন। ভালো একটা সংগ্রহ পায় আমিরাত। চাতারা ৩ এবং মাইর ও শন উইলিয়ামস ২টি করে উইকেট নিয়েছেন।