Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

চবির হল থেকে বিপুল অস্ত্র উদ্ধার

ডিসেম্বর ১৪, ২০১৪, ০২:২৭ পিএম


চবির হল থেকে বিপুল অস্ত্র উদ্ধার

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নিয়ন্ত্রিত শাহজালাল হলে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ২০টি রামদা এবং অন্তত ২০ টি লোহার রড ও চাপাতি।

রোববার ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক শিক্ষার্থীর মৃত্যুর পর পুলিশ এ তল্লাশী চালায়।  বিকাল সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এ অভিযান চলে।

অভিযান শেষে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. শহীদুল্লাহ  জানান, শাহজালাল হলের বিভিন্ন কক্ষে তল্লাশী চালিয়ে এসব অস্ত্র উদ্ধার হয়।

“তল্লাশী চলাকালে হলের অধিকাংশ কক্ষই তালাবদ্ধ ছিল।  তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে এসব অস্ত্রশস্ত্র পাওয়া যায়।”

অভিযানে ছাত্রলীগ নিয়ন্ত্রিত এই হলে জামায়াতের প্রতিষ্ঠাতা মওদুদীর লেখা তাফহীমুল কোরআনসহ বেশ কিছু বই উদ্ধার হয় বলেও জানান তিনি।

তল্লাশী অভিযানে আটক রুবেল দে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। সে ছাত্রলীগ নিয়ন্ত্রিত বগিভিত্তিক সংগঠক ভার্সিটি এক্সপ্রেসের (ভিএক্স)।

পুলিশ জানায়, সংঘর্ষের পর রুবেল দে শাহজালাল হলের একটি কক্ষের বাইরে তালা লাগিয়ে ভেতরে অবস্থান করছিলেন।  তল্লাশী চলাকালে তাকে আটক করা হয়।

রুবেল দে’কে এর আগে সাংবাদিকের ওপর হামলা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা নাসির হায়দার বাবুলকে জুতার মালা পরিয়ে লাঞ্চনার ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে দু’বার সাময়িক বহিষ্কার হয়েছিলেন।