Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

এক হৃদয় দুই আত্মার আজব শিশু

ডিসেম্বর ৬, ২০১৪, ১০:৩৭ এএম


এক হৃদয় দুই আত্মার আজব শিশু

সৃষ্টিকর্তার অসীম লীলা। আজব এক ছেলে শিশুর জন্ম হয়েছে যুক্তরাষ্ট্রের আটলান্টায়। হৃদয় এক, তবে আত্মা দুইটি। শরীর এক, মাথা দুইটি।
 
নয় পাউন্ড ওজন নিয়ে জন্ম নেয়া অ্যাসা এবং এলি নামের শিশু দুইটি সম্পূর্ণ সুস্থ আছে। বৃহস্পতিবার সকাল সাতটা ৩২ মিনিটে স্থানীয় নর্থসাইড হাসপাতালে এদের জন্ম হয়। মায় রবিন এবং বাবা মাইকেল।
 
দুই আত্মার অ্যাসা এবং এলির মেরুদণ্ড একটি হওয়ায় তাদেরকে কখনো আলাদা করা যাবে না বলে জানিয়েছেন ডাক্তাররা। তারা ধারণা করছেন শিশু দুইটির কলিজাও একটি। দুই জনের আলাদা আলাদা দুইটি ফুসফুস রয়েছে। তবে এ দুই ফুসফুসের মধ্যে সংযোগ স্থাপনের জন্য আরো একটি অতিরিক্ত ফুসফুসও রয়েছে। তবে এদের খাদ্যনালী, পাকস্থলি  এবং কিডনি আলাদা।
 
ডাক্তাররা জানিয়েছেন, শিশু দুইটির মূত্রনালী, মূত্রথলি এবং পিত্ত থলি একটি ধারায় প্রবাহিত হচ্ছে। এমন অস্বাভাবিক কাঠামো ‘ডিসেফ্যালিক প্যারাপাগাস’ নামে পরিচিত। সাধারণত প্রতি এক মিলিয়ন জন্মের মধ্যে একটি জন্ম এমন হয়ে থাকে।
 
জন্মের পর পরই এদের বাবা রবিন বলেন, তার জমজ দুই সন্তানই ভালো আছে। তবে প্রথম দিকে হার্টে কিছুটা সমস্যা ছিলো।
 
মা রবিন ও বাবা মাইকেল দুইজনের বয়সই ৩৪। এদের কোলজুড়ে ২২ মাস বয়সি এক কন্যা সন্তান রয়েছে। অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার পরও তাদের মধ্যে প্রচণ্ড আবেগ কাজ করে।
 
আল্ট্রাসাউন্ড পরীক্ষায় জানা যায় গর্ভের সন্তানের একটা কিছু ত্রুটি রয়েছে। মা রবিন বলেন, আমি নার্সকে জিজ্ঞেস করলাম, আমার পেটে কি দুই সন্তান আছে? একজন নার্স হিসাবে মাকে উদ্বিগ্ন না করার জন্য কিছু দায়িত্ব থাকে। তাই এর জবাবে তার বলা উচিত ছিলো, একটি সন্তানই আছে। তবে সে সেটা না করে আমাকে জানিয়ে দিলো, হ্যাঁ আপনার পেটে দুই সন্তান আছে। কিন্তু আমার মনে হচ্ছে এদের শরীর একসাথে যুক্ত।
 
নার্সের এ কথায় উদ্বিগ্ন না হয়ে দুই সন্তানের সুস্থ আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন রবিন। এমনকি স্বামী মাইকেলও তার যত্ন-আত্তি বাড়িয়ে দেন। তিনি নিয়মিতই দুই সন্তানের ছবি কল্পনা করার চেষ্টা করতেন। একসাথে যুক্ত পুতুল হাতে নিয়ে খেলতেন। ধারণা করার চেষ্টা করতেন তাদের ভবিষ্যত যুক্তসন্তানেরা কেমন হবে।
 
মাইকেল বলেন, অনেকেই সন্তান নষ্ট করার পরামর্শ দিয়েছিল। কিন্তু আমি এসবে পাত্তা দেইনি।