Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

ঢাকার দুই সিটিতেই বেড়েছে রাজস্ব কমেছে ভোগান্তি

ঢাকা দুই সিটিতে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি অনলাইনে আদায় করায় গ্রাহকদের ভোগান্তি কমানোর সঙ্গে রাজস্ব আয় বেড়েছে।

অক্টোবর ৮, ২০২০, ০৪:৩৫ পিএম


ঢাকার দুই সিটিতেই বেড়েছে রাজস্ব কমেছে ভোগান্তি

[media type="image" fid="93765" layout="normal" caption="1" infograph="0" parallax="0"][/media]

তাদের মতে, নগরবাসীকে কাঙ্ক্ষিত সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। সেবা সহজীকরণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আমার দুই সিটির কয়েকজন কর্মকর্তা বলেন, হোল্ডিং ট্যাক্স বা গৃহকর পরিশোধে করদাতাদের অনীহা দীর্ঘদিনের। তার ওপর অনিয়ম ও ভোগান্তির ছিলো না কমতি। ভুয়া ভাউচার ও চালান ফরমের মাধ্যমেও সংশ্লিষ্ট অনেক কর্মকর্তার টাকা হাতিয়ে নেয়ার সুযোগ ছিলো।

[media type="image" fid="93760" layout="big" caption="1" infograph="0" parallax="0"][/media]

ঘুষ ছাড়া নতুন ট্রেড লাইসেন্স পাওয়াও ছিলো কষ্টকর। যে কারণে এসব ভোগান্তি থেকে মুক্তি দিয়েছে দুই সিটি কর্পোরেশন। নাগরিক সেবার ভোগান্তি কমানোর পাশাপাশি বেড়েছে রাজস্ব আয়।

গ্রাহকের দেয়া মোবাইল ফোন বা ই-মেইলে চলে আসছে লাইসেন্স বা ফি পরিশোধের রসিদ। পাশাপাশি নাগরিকদের জন্ম-মৃত্যু ও ওয়ারিশ সনদও অনলাইন পদ্ধতিতে করা হয়েছে।

[media type="image" fid="93760" layout="big" caption="1" infograph="0" parallax="1"][/media]

[quote author="" layout="left"] সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটন স্পট বিকি বিলের শাপলা রক্ষণাবেক্ষণের অভাবে এখন গরু-মহিষের খাবারে পরিণিত হয়েছে। অবাধে গরু মহিষের খাদ্যের যোগান হিসেবে ব্যবহার করা হচ্ছে বিকি বিলের লাল-শাপলা[/quote]

জানা যায়, ২০১৭ সালের নভেম্বরে হোল্ডিং ট্যাক্স পরিশোধের এ অনলাইন কার্যক্রমের উদ্বোধন করেন বর্তমান মেয়র সাঈদ খোকন।

[media type="image" fid="93760" layout="normal" caption="1" infograph="1" parallax="0" popup="1"][/media]

অন্যদিকে ডিএনসিসি ২০১৮ সালে পাঁচটি ব্যাংকের সাথে গুলশানস্থ নগর ভবনে এব্যাপারে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। কার্যক্রমের আওতায় যে কেউ ঘরে বসে নতুন ট্রেড লাইসেন্স গ্রহণ, নবায়ন ও বাসাবাড়ির হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারছেন।

ফলে এ খাতের অনিয়ম ও দুর্নীতি কমেছে। ট্রেড লাইসেন্স করতে গিয়ে কাউকে আর উৎকোচ দিতে হচ্ছে না।

[media type="image" fid="93760" layout="left_half" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

সূত্রে জানা গেছে, গত বছরের ২৫ জুলাই থেকে চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত ডিএসসিসিতে ট্রেড লাইসেন্সের আবেদন পড়েছে ১ লাখ ৬২ হাজার ৮২টি। এর মধ্যে সঠিক কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর ১ লাখ ৪২ হাজার ৩৯১টি ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়েছে।

[media type="image" fid="93760" layout="right_half" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

অন্যদিকে ডিএনসিসি ২০১৮ সালে পাঁচটি ব্যাংকের সাথে গুলশানস্থ নগর ভবনে এব্যাপারে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। কার্যক্রমের আওতায় যে কেউ ঘরে বসে নতুন ট্রেড লাইসেন্স গ্রহণ, নবায়ন ও বাসাবাড়ির হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারছেন।

ফলে এ খাতের অনিয়ম ও দুর্নীতি কমেছে। ট্রেড লাইসেন্স করতে গিয়ে কাউকে আর উৎকোচ দিতে হচ্ছে না।