Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

মেসি-রোনালদো বাজে ফরোয়ার্ড!

ডিসেম্বর ৯, ২০১৪, ০৮:৫৪ এএম


মেসি-রোনালদো বাজে ফরোয়ার্ড!

 লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালাদোকে  সব থেকে বাজে ফরোয়ার্ড হিসেবে বিবেচনা করেছেন জুভেন্টাসের তারকা স্প্যানিস স্ট্রাইকার ফারনান্দো লরেন্তে।

তিনি মনে করেন, যদি এ দুই তারকা যদি ইতালির সিরি আ’তে খেলে থাকেন তবেই তারা বাজে ফরোয়ার্ড হিসেবে বিবেচিত হবেন।

বার্সেলোনার জার্সি গায়ে মেসি লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলের মালিক হয়েছেন। আর রোনালদো দুরন্ত গতিতেই ছুটে চলেছেন। এখন পর্যন্ত এ মৌসুমে ২১ ম্যাচ খেলে পর্তুগিজ তারকা গোল করেছেন ৩১টি।

কিন্তু তারপরও অ্যাতলেতিক বিলবাওয়ের হয়ে ২৬২ ম্যাচ খেলা লরেন্তে মনে করেন মেসি এবং রোনালদো স্প্যানিস লিগ ছেড়ে ইতালিতে খেলতে এলে তাদের সেরাটা দেখাতে ব্যর্থ হবে। শুধু ব্যর্থই নয়, তারা বাজে ফরোয়ার্ড হিসেবে বিবেচিত হবেন বলেই মনে করেন জুভেন্টাসের হয়ে ৪৫ ম্যাচ খেলা ২৯ বছর বয়সী লরেন্তে।

স্পেনের হয়ে ২৪ ম্যাচ খেলা লরেন্তে বলেন, ‘মেসি এবং রোনালদো অন্য গ্রহের খেলোয়াড়। তবে, তারা ইতালিয়ান লিগে ভালো কিছু করে দেখাতে ব্যর্থ হবে। কারণ এখানের ডিফেন্স অনেক বেশি শক্ত। বলের জন্য এখানে তাদের সংগ্রাম করতে হবে। তাই এখানে গোল করতে তাদের বেশ বেগ পেতে হবে, তাতে কোনো সন্দেহ নেই।’

এখানেই থেমে থাকেননি লরেন্তে। আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসি আর পর্তুগিজ তারকা রোনালদোকে ইতালিয়ান সিরি আ’তে আমন্ত্রন জানিয়েছেন তিনি। একরকম চ্যালেঞ্জেই ছুঁড়ে দিয়েছেন বর্তমান সময়ের সেরা দুই ফরোয়ার্ডকে।