Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

ফখরুলসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১১ আগস্ট

জুন ২৩, ২০১৫, ১২:৪৬ পিএম


ফখরুলসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১১ আগস্ট

    ভাঙচুর ,ইটপাকেল নিক্ষেপ ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১১ আগস্ট তারিখ ধার্য করেছেন আদালত। মঙ্গলবার আসামিপক্ষের আইনজীবীদের সময়ের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান এ দিন ধার্য করেন।

মঙ্গলবার এ মামলার আভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। মির্জা ফখরুল অসুস্থ থাকায় তার আইনজীবী এ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠন শুনানী পিছানোর জন্য সময়ের আবেদন করেন এবং অন্য আসামিদের মধ্যে ৭/৮ জন উপস্থিত ছিলেন।

এর আগে,২০১৪ সালের ২০ অক্টোবর কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আদালতে মির্জা ফখরুলসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ১২ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বক্তব্যে কাউকে গাড়ি নিয়ে রাস্তায় বের না হওয়ার হুমকি দেন। তার হুমকির কারণে ওই দিন কলাবাগান থানা এলাকার পদ্মা জেনারেল হাসপাতালের সামনে সোনারগাঁও রোড়ে ৩০-৪০ জন ২০ দলীয় নেতা কর্মরা পুলিশের কর্তব্যকাজে বাধা ও ইটপাটকেল নিক্ষেপ করে পথযাত্রীকে আহত করে। এ ঘটনায় ওই দিন কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ সিকদার বাদী হয়ে মামলা দায়ের করেন।