Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

ব্রাজিলের গম পচা নয়- খাদ্যমন্ত্রীর চ্যালেঞ্জ

জুন ২৮, ২০১৫, ১২:০৩ পিএম


ব্রাজিলের গম পচা নয়- খাদ্যমন্ত্রীর চ্যালেঞ্জ

   সম্প্রতি বিভিন্ন মহলে আলোচিত ব্রাজিল থেকে আমদানি করা গম নিয়ে এবার চ্যালেঞ্জ ছুঁড়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেছেন, যে কেউ আসুক, পারলে এই গমকে পচা প্রমান করুক, তাকে চ্যালেঞ্জ দেয়া হলো।

রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রীর নিজ কার্যলয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি গম নিয়ে এ চ্যালেঞ্জ ছুঁড়েদেন। কামরুল দাবি করে বলেন, ব্রাজিল থেকে আমদানি করা গম পচা নয়, এ গম খাদ্যের উপযোগী।

গম নিয়ে সমালোচনাকারীদের চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, এর পরও যদি কারো সন্দেহ থাকে, আমি তাদের চ্যালেঞ্জ দিচ্ছি। তারা আমাদের যেকোনো গোডাউন থেকে গম নিয়ে যেকোনো প্রতিষ্ঠানে পরীক্ষা করে দেখতে পারেন। প্রয়োজনে আমরা তাদের সহযোগিতা করব।

মন্ত্রী বলেন, খাদ্য নিয়ে মিথ্যাচার করে রাজনীতি চলছে। এটা ঠিক নয়। খাদ্য নিয়ে মিথ্যাচার ও রাজনীতি না করতেও অনুরোধ করেন তিনি। এসময় খাদ্যমন্ত্রী জানান, ব্রাজিল থেকে আমদানি করা গমে কিছু সমস্যা পাওয়া যাওয়ায় দুই লাখ টন গম ফেরত দেয়া হয়েছে। আগামীতে ব্রাজিল থেকে আর গম আমদানি করা হবে না বলেও জানান তিনি।