Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪,

ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান

ফেব্রুয়ারি ২১, ২০১৫, ০৪:৫৬ এএম


ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান

 

ওয়েস্ট ইন্ডিজের দেয়া ৩১১ রানের টার্গেটে খেলতে নেমে বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। এক রানেই প্রথম ৪ ব্যাটসম্যানকে হারায় তারা।
টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩১০ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। আর প্রথম ১ রানেই চার উইকেট হারিয়ে মহা বিপদের মধ্যে পড়ে পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ উইকেটে ১০৫ রান পাকিস্তানের। ২৫ রানে ৫ উইকেট হারানোর পর উমর আকমল ও শোয়েব মাকসুদ মিলে প্রতিরোধ গড়েন। তারা গড়ে তোলেন ৮০ রানের জুটি। কিন্তু মাকসুদকে (৫০) আউট করে দিয়েছেন স্যামি।

৩১১ রানের টার্গেট অবশ্যই বড় কিছু। কিন্তু পাকিস্তানের টপ অর্ডার ধ্বসিয়ে দিয়েছেন ক্যারিবীয় পেসার জেরোম টেলর। প্রথম ওভারের দ্বিতীয় ও ষষ্ঠ বলে নাসির জামসেদ ও ইউনিস খানকে তুলে নেন তিনি। পরের ওভারে ফিরেই আবার হারিস সোহেলকে ফিরিয়ে দেন টেলর। অধিনায়ক হোল্ডার শিকার করেছেন শেহজাদকে। নাসির, ইউনিস ও সোহেল কোনো রান করতে পারেননি। ১ রান করেছেন শেহজাদ।
অবিশ্বাস্যভাবে মুহূর্তেই ৪ উইকেট হারিয়ে ধুকছিলো পাকিস্তান। এরপর অধিনায়ক মিসবাহকে (৭) তুলে নেন আন্দ্রে রাসেল।
এর আগে টস হেরে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। হেগলি ওভালের ব্যাটিং বান্ধব উইকেটে শুরুটা মোটেও ভালো হয়নি। ক্যারিবীয়ান ঝড় ক্রিস গেইলকে দলের ১৭ রানের সময় ফিরিয়ে দেন ইরফান। মাত্র ৪ রান করে বিদায় নেন গেইল। এরপর দলের ২৮ রানের সময় অন্য ওপেনার স্মিথ (২৩) ফিরে যান সোহেলের শিকার হয়ে।

এই জোড়া আঘাতের পর ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় উইকেটে ড্যারেন ব্রাভো ও মারলন স্যামুয়েলস গড়ে তোলেন ৭৫ রানের জুটি। ঝুঁকি না নিয়ে সতর্কভাবে এগিয়েছেন তারা। ক্যারিবীয়দের খাতায় উঠতে থাকে রান। এই জুটিকে ভাঙ্গেন হারিস সোহেল। এই বাঁ হাতি স্পিনার ফিরিয়ে দেন স্যামুয়েলসকে (৩৮)। আঘাত পেয়ে কিছুক্ষণ পর ড্রেসিং রুমে ফিরে যান ব্রাভো (৪৯)। এরপর আবার নতুন জুটি গড়ার প্রয়োজন দেখা দেয়। সেই প্রয়োজন মেটাতে পেরেছেন দিনেশ রামদিন ও লেন্ডল সিমন্স। দুই ব্যাটসম্যানই পেয়েছেন ফিফটির দেখা। দ্রুত রান তুলতে চেয়েছেন তারা।

 রামদিন ৫১ রান করে হারিসের শিকার হলেও সিমন্স থেকেছেন। ড্যারেন স্যামির সাথে ৬৫ রানের জুটি গড়েছেন সিমন্স পঞ্চম উইকেটে। শেষ কয়েক ওভারে ঝড় তুলেছেন রাসেল। মাত্র ১৩ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৪২ রানের ইনিংস খেলে দলকে তিনশো পার করিয়েছেন রাসেল। আর সিমন্স ৫০ রান করে ফিরেছেন ইনিংসের শেষ বলে।