Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪,

দুবাইয়ের সর্বোচ্চ ভবনে আগুন

ফেব্রুয়ারি ২১, ২০১৫, ০৫:৪৭ এএম


দুবাইয়ের সর্বোচ্চ ভবনে আগুন

 

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের সর্বোচ্চ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, শনিবার রাত ২টার দিকে ভবনের ৫০ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবরে বলা হয়েছে, প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে বলা হয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে উল্লেখ করা হয়েছে।

দুবাইয়ের ম্যারিনা জেলায় ২০১১ সালে ওই ভবনটি চালু হয়। ১১০৫ ফুট উঁচু ওই আকাশচুম্বী ভবনে ৭৯টি ফ্লোর রয়েছে। ২০১২ সালেও একবার ভবনটিতে আগুনের ঘটনা ঘটে।

এক প্রত্যক্ষদর্শী জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি ছিল টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার মতো। অগ্নিকাণ্ডের কারণে অনেক আবর্জনা পার্শ্ববর্তী ভবনে গিয়ে পড়ে এবং আকাশে ধোঁয়ার সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কোনো কারণ জানা যায়নি।

দুবাই পুলিশ জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  সূত্র: আল-জাজিরা/বিবিসি