Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

সিডনি টেস্টে ভারতের মান রেখেছে বিহারি-অশ্বিন 

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ১১, ২০২১, ১০:০৫ এএম


সিডনি টেস্টে ভারতের মান রেখেছে বিহারি-অশ্বিন 

তৃতীয় টেস্টে ভারতের মান রেখেছেন বিহারি-অশ্বিন। তাদের দারুণ জুটিতে সিডনি টেস্টে ড্র হয়েছে। অজিদের দেয়া ৪০৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫ উইকেটে ৩৩৪ রান করে টেস্টের পঞ্চম দিন শেষ করে অজিঙ্কা রাহানের দল। ফলে ড্র হয় সিডনি টেস্ট।

দুই উইকেটে ৯৮ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে অজিঙ্কা রাহানের দল। দিনের শুরুতেই সাজঘরে ফেরেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। এরপর চেতশ্বর পুজারাকে নিয়ে ১৪৮ রানের জুটি গড়েন ঋষভ পন্থ। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুর পাননি ভারতীয় উইকেটরক্ষক। ১১৮ বলে ৯৭ রানের ইনিংস খেলেছেন তিনি। পন্থের পর ফিরে যান পুজারাও। এরপরই জুটি বাধেঁন হানুমা বিহারি ও রবিচন্দ্রন অশ্বিন। ২৫৮ বল অর্থাৎ ৪৩ ওভার খেলে ম্যাচ ড্র করে মাঠ ছাড়েন তারা।

অশ্বিন ১২৮ বলে ৩৯ ও বিহারি ১৬১ বলে ২৩ রানে অপরাজিত থাকেন।

অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৩৩৮ রানে অলআউট হয় আর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩১২ রানে ইনিংস ঘোষণা করে। ভারত তাদের প্রথম ইনিংসে করেছিল ২৪৪ রান।

প্রথম ইনিংসে ১৩১ ও দ্বিতীয় ইনিংসে ৮১ রান করা স্টিভ স্মিথ ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন।

ভারত ও অস্ট্রেলিয়ার চার ম্যাচের সিরিজ ১-১ এ সমতায় আছে। অ্যাডিলেডে প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। মেলবোর্নে দ্বিতীয় টেস্টে একই ব্যবধানে জয়লাভ করে ভারত। সিরিজের শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ব্রিসবেনে।

আমারসংবাদ/এমআর