Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন সাউদি

ফেব্রুয়ারি ২০, ২০১৫, ০৪:৫৯ এএম


বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন সাউদি

 


বিশ্বকাপে নিউজিল্যান্ডের ইতিহাস সেরা বোলিং করলেন টিম সাউদি। এই ফাস্ট বোলার ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেট নিয়েছেন ৩৩ রানে। ৯ ওভার বল করেছেন। আর বিশ্বকাপের ইতিহাসের চতুর্থ ৭ উইকেট শিকারী হয়েছেন সাউদি। বিশ্বকাপের রেকর্ডে ৭ উইকেট শিকারীদের ক্লাবের তৃতীয় স্থানে নাম লিখিয়েছেন সাউদি।

বিশ্বকাপে এর আগে ৭ উইকেট নিয়েছেন তিনজন ব্যাটসম্যান। এর মধ্যে সেরা সাফল্য গ্লেন ম্যাকগ্রার। ২০০৩ বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে তিনি ১৫ রানে ৭ উইকেট নেন। এরপর অস্ট্রেলিয়ার অ্যান্ডি বিকেলের নাম। ইংল্যান্ডের বিপক্ষে ২০০৩ বিশ্বকাপেই ২০ রানে ৭ উইকেট নেন তিনি। ম্যাকগ্রা করেছিলেন ৭ ওভার। ১০ এভার করেন বিকেল। ১৯৮৩ বিশ্বকাপে প্রথমবারের মতো ৭ উইকেট নেয়ার কৃতিত্বটা ছিলো ওয়েস্ট ইন্ডিজের ডাব্লু ডেভিসের। ১০.৩ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫১ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।

বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে সেরা বোলিং ফিগারের রেকর্ডটা ২০০৩ এ গড়েছিলেন শেন বন্ড। ২৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন এই ফাস্ট বোলার। তাকে এদিন ছাড়িয়ে গেলেন টিম সাউদি তার নিজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে।