দেশের উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা সাতটি ট্রেন বুধবার (৬ জুলাই) থেকে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে না থেমে সরাসরি কমলাপুর রেলস্টেশনে চলে যাবে। ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় ঠেকাতে এমন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
সংস্থাটি গণমাধ্যমকে জানায়, মঙ্গলবার (৫ জুলাই) থেকেই ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে কমলাপুর স্টেশনের টিকিট দেওয়া বন্ধ রয়েছে।
বুধবার (৬ জুলাই) থেকে ঢাকামুখী সাতটি ট্রেন বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না। তবে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো বিমানবন্দর স্টেশনে যথারীতি যাত্রাবিরতি করবে।
ঢাকামুখী যে ট্রেনগুলো বিমানবন্দর রেলস্টেশনে যাত্রাবিরতি করবে না সেগুলো হলো-একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেন। বুধবার (৬ জুলাই) থেকে ৯ জুলাই পর্যন্ত এ যাত্রাবিরতি থাকবে।
এছাড়া আগামী ৬-১৪ জুলাই পর্যন্ত মিতালি এক্সপ্রেস এবং ৭-১৪ জুলাই পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল করবে না।
আমারসংবাদ/টিএইচ