জলবায়ু পরিবর্তন ও এর বিরূপ প্রভাবে জৈববিচিত্র মারাত্মক হুমকির মুখে। পরিবেশগত ভারসাম্য রক্ষায় প্রতি বছরের ন্যায় এবারও রাজধানীর বিভিন্ন স্কুলে প্রায় ২৩০ টির অধিক ফলজ, বনজ ও ভেষজ গাছ রোপণ করে দ্যা স্কলারস ফোরাম ঢাকা।
কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (২৩ জুলাই) রাজধানীর সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরণের আয়োজন করে।
বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিস্টার নিলু মি, আরএনডিএম।
গাছের চারা রোপন অনুষ্ঠানে ফোরামের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য আশিকুর রহমান, নির্বাহী পরিচালক দেলোয়ার হোসাইন রাসেল, স্কুল প্রতিনিধি শফিকুল ইসলাম সাইফুলসহ স্কুলের বিভিন্ন শিক্ষক প্রতিনিধি ও শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নিজ হাতে বৃক্ষ রোপন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে।
ইএফ