লালমোহনে দেশিয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক

লালমোহন (ভোলা) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৩, ২০২২, ০৫:৪৩ পিএম

ভোলার লালমোহনে ডাকাতির প্রস্তু‌তিকালে দেশিয় অস্ত্রসহ ৬ জলদস্যুকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। এসময় পুলিশ জলদস্যুদের কাছ থে‌কে ব‌গি দাঁ, ছোরা, দাঁ ও করাতসহ ৯টি দেশিয় অস্ত্র উদ্ধার করে।

সোমবার রা‌ত সাড়ে ১০ দি‌কে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বা‌ত্তির খাল এলাকায় ১২ জনের এক‌টি জলদস্যুর দল দেশিয় অস্ত্র নি‌য়ে স্থানীয় জে‌লে‌দের ট্রলারের মাছ ও জালসহ অন্যান্য সরঞ্জাম ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় জেলেরা ডাক‌চিৎকা‌র করলে অন্যান্য জেলেরা ছুটে এসে ডাকাত‌দের চারদিকে ঘি‌রে ফেলে ৬ ডাকাত‌কে আটক করে। বাকী ডাকাত সদস্যরা পালিয়ে যায়।

আটককৃত ডাকাতরা হলেন, মো. শাকিল (১৯), পিতা-মো. কামাল রাঢ়ী, সাং-মাইটালা ৩নং ওয়ার্ড, মো. ধলু মিয়া (৩৮), পিতা-মো. সুলতান, সাং-বিশোর ৮নং ওয়ার্ড, উভয় থানা-হিজলা, মো. সোহাগ (৫৩), পিতা-মৃত জালাল ফরাজী, সাং-খন্দ ভাসানচর ৯নং ওয়ার্ড, থানা-কাজিরহাট, মো. রাকিব (১৯), পিতা-মো. হানিফ হাওলাদার, মো. রাকিব (২৩), পিতা-মো. আলাউদ্দিন, উভয় সাং-শংকরপাশা ৯নং ওয়ার্ড, থানা-হিজলা, মো. মানিক (২৫), পিতা-সিরু তালুকদার, সাং-পূর্বহর্নি ৪নং ওয়ার্ড, থানা-মেহেন্দিগঞ্জ।

লাল‌মোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পে‌য়ে ডাকা‌তদের অস্ত্রসহ আটক ক‌রে থানায় নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। আটককৃত‌দের বা‌ড়ি ব‌রিশা‌লের মে‌হেন্দীগঞ্জ ও হিজলা ব‌লে জা‌নি‌য়ে‌ছেন তারা। তা‌দের বিরু‌দ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

আমারসংবাদ/এসএম