যশোরে সাড়ে ১২ কেজি স্বর্ণসহ পাচারকারী আটক

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২২, ০৬:৫৮ পিএম

যশোরের ঝিকরগাছা সীমান্ত থেকে দশ কোটি টাকা মূল্যের একশো ছয়টি স্বর্ণের বারসহ সাজু আহম্মেদ নামের এক পাচারকারীতের আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ১২কেজি ওজনের স্বর্ণের বারগুলো আটক করে বিজিবির যশোর ব্যাটালিয়ন।

সোমবার (১৮ অক্টোবর) সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজিবি জানায়, যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকীর নির্দেশনায় ঝিকরগাছা উপজেলার কাশিপুরস্থ ব্যাঙদা সীমান্ত এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ব্যাঙদা বাঁশতলার মোড় নামকস্থানে পাকা রাস্তার উপরে সন্দেহভাজন হিসেবে বাইসাইকেল আরোহী সাজু আহম্মেদ আটক করা হয়। আটকের পর তল্লাশি করে তার শরীরে বিশেষ কায়দায় ফিটিং অবস্থায় সাড়ে ১২ কেজি ওজনের একশো ছয়টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বর্তমান আনুমানিক বাজারমূল্য দশ কোটি টাকা। এসময় তার সাথে থাকা একটি মোবাইলও জব্দ করা হয়।

আটককৃত স্বর্ণ পাচারকারীকে জব্দকৃত স্বর্ণসহ ঝিকরগাছা থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

ইএফ