কেরানীগঞ্জে ডিবিপরিচয়ে ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেপ্তার

ওরিন হাসান প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২, ০৩:২৯ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ পরিচয়ে কেরানীগঞ্জের ব্যবসায়ীর ৮৫ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে।

গত ২৫ নভেম্বর ঢাকা জেলার সাভার থানাধীন কাউন্দিয়া, পটুয়াখালী সদর থানা ও ঢাকা মহানগরীর কাজলা এলাকা হতে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৬ নভেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে মহানগর গোয়েন্দা প্রধান অতিরিক্ত কমিশনার হারুন উর রশিদ বলেন, গ্রেফতারকৃতরা ডাকাতির জন্য বিভিন্ন দলে বিভক্ত হয়ে ডিবি পুলিশ, সিআইডি’র পরিচয় প্রদান করে বিভিন্ন ব্যাংকসহ আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সামনে অবস্থান করতো। ব্যবসায়ীসহ আর্থিক লেনদেনকারীর গতিবিধি পর্যবেক্ষন করে সুযোগ বুঝে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে ভিকটিমদেরকে গতিরোধ করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সোহাগ মাঝি (২৮), মোঃ দেলোয়ার (২৬), মোঃ জয়নাল হোসেন (২৮), মোঃ সোহেল (২৭), মোঃ জনি (৩২) এবং মোঃ আজিজ (৫৭)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে নগদ- ২০ লক্ষ টাকা, ১ টি হাইয়েচ মাইক্রোবাস এবং ১ টি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর দুপুর দেরটার সময় ব্যবসায়ী কেরামত আলী দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দড়িগাঁও বাজারস্থ তার ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে ব্যাগে করে নগদ- ৮৫ লক্ষ টাকা নিয়ে পিকআপ যোগে আব্দুল্লাপুরস্থ সাউথ ইস্ট ব্যাংকের উদ্দেশ্যে রওনা করে। পথিমধ্যে অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত ব্যবসায়ী কেরামত আলীর গতিরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নিয়ে মাইক্রোবাস এবং মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। ডাকাতির ঘটনায় ভিকটিম কেরামত আলীর অভিযোগের ভিত্তিতে গত ১৪ নভেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৪৬, তারিখ- ১৪/১১/২০২২ খ্রিঃ, ধারা- ১৭০/৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়। উক্ত মামলার ঘটনায় ঢাকা জেলা পুলিশ, র‌্যাব, পিবিআই‍‍`র পাশাপাশি ঢাকা মহানগর ডিবি লালবাগ বিভাগ ছায়া শুরু তদন্ত করে।

বিভিন্ন গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে ডিবি লালবাগ বিভাগের একাধিক টিম গত ২৫ নভেম্বর ধারাবাহিক অভিযানে সাভার থানাধীন কাউন্দিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত ০৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি মতে পটুয়াখালী সদর এলাকা হতে ১ জন ডাকাতকে ১৯ লক্ষ টাকাসহ এবং ঢাকা মহানগরীর যাত্রাবাড়ীস্থ কাজলা এলাকা হতে ডাকাতির কাজে ব্যবহৃত হাইয়েচ মাইক্রোবাসসহ ১ জন ডাকাতকে এক লক্ষ টাকাসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত ডাকাতদের স্বীকারোক্তি মোতাবেক কেরাণীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ইএফ