ডিআরইউ‍‍’র নেতৃত্বে নোমানী-সোহেল

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২, ০৬:৩৬ পিএম

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি পদে মোরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল নির্বাচিত হয়েছেন।

বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল বিজয়ীদের নাম ঘোষণা করেন।

ফলাফলে জানা যায়, সভাপতি পদে ৬৩৫ ভোট পেয়ে মুরসালিন নোমানী বিজয়ী হয়েছেন, সাধারণ সম্পাদক পদে ৪২২ ভোট পেয়ে মাইনুল হাসান সোহেল জয়ী হয়েছেন।

অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন, সহ সভাপতি দীপু সারেয়ার (৮২৩), যুগ্ম সম্পাদক মইনুল আহসান (৫০৮), সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (৮৭৮), নারী বিষয়ক সম্পাদক মরিয়ম মনি সেঁজুতি (৭৪১),  অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন (৭১২), দপ্তর সম্পাদক কাওসার আজম (৮০৬), প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন (৭৩১), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল (৭৯২), আপ্যায়ন সম্পাদক নাইমুদ্দিন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ (৬৬৪)।

সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, মনির মিল্লাত (৯৩০), ইসমাইল হোসেন রাসেল (৭৭২), মহসিন চৌধুরী (৭৫১), তুহিন (৬৬৩), কিরন শেখ (৬৭২), আলী ইব্রাহিম (৬৩৪),  মোস্তাফিজুর রহমান (৬৪৮)।

উল্লেখ্য, বুধবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৫টা পর্যন্ত।

এবারের নির্বাচনে ২০টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন মোট ৪৩ জন। ১৪৫৭ ভোটার ভোট দিয়েছেন।  নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলসহ আরও কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক দায়িত্ব পালন করছেন।

টিএইচ