রাজধানীতে স্কলারস ফোরামের বৃক্ষরোপন কর্মসূচি পালন

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জুলাই ২২, ২০২৩, ০৫:৫৮ পিএম

মাস ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে গতকাল শুক্রবার (২১ জুলাই) রাজধানীর সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করে দ্যা স্কলারস ফোরাম ঢাকা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সিস্টার নিলু মি, আর.এন.ডি.এম। 

পরিবেশগত ভারসাম্য রক্ষায় প্রতি বছরের ন্যায় এবারও রাজধানীর বিভিন্ন স্কুলে প্রায় ৩২৮ টির অধিক ফলদ, বনজ ও ভেষজ গাছ রোপণ করেন সংস্থাটি। 

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী সদস্য দেলোয়ার হোসাইন, নির্বাহী পরিচালক আবু জাফর রিমন, স্কুল প্রতিনিধি বায়জিদ মাহমুদসহ স্কুলের বিভিন্ন শিক্ষক প্রতিনিধি ও শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নিজ হাতে বৃক্ষ উপহার পেরে উচ্ছ্বাস প্রকাশ করে।

উল্লেখ্য, ১৯৯৫ সালে দ্যা স্কলারস ফোরাম ঢাকা প্রতিষ্ঠা লাভ করে।  প্রতিষ্ঠার পর থেকে রাজধানীতে শিক্ষা বিকাশ ও শিক্ষার্থীদের উৎসাহমূলক নানা কর্মসূচি পালন করে থাকে। প্রতিবছর পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে শতাধিক শিক্ষার্থীকে এককালীন শিক্ষবৃত্তি প্রদান করে থাকে সংস্থাটি।

আরএস