‘বিএনপি গণমিছিলের অনুমতি নিয়েছে’

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: আগস্ট ১১, ২০২৩, ০১:২৮ পিএম

রাজধানীতে আজ শুক্রবার গণমিছিল করবে বিএনপি। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে গত বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণার সময় অনুমতি ছাড়াই এই কর্মসূচি পালনের কথা বলেন। তবে গণমিছিল কর্মসূচি পালনের জন্য অনুমতি নিয়েছে বিএনপি।

শুক্রবার (১১ আগস্ট) সকাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

গণমিছিলের অনুমতি নেওয়ার বিষয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।

এক দফার চলমান আন্দোলনের ধারাবাহিকতায় আজ শুক্রবার (১১ আগস্ট) দুপুরে ঢাকার দুই মহানগর থেকে একযোগে গণমিছিল বের করবে বিএনপি। একই দিন এক দফার যুগপৎ আন্দোলনে বিএনপির সমমনা দলগুলোও ঢাকায় পৃথক মিছিল ও সমাবেশ করবে।

বিএনপির ঢাকা উত্তর ও দক্ষিণ দুই মহানগরে জুমার নামাজের পর একই সময়ে দুপুর ২টায় গণমিছিল বের হবে। এরমধ্যে উত্তরের গণমিছিলটি উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে মালিবাগে আবুল হোটেলে সামনে গিয়ে শেষ হবে। অন্যদিকে, দক্ষিণের গণমিছিলটি মুগদার কমলাপুর স্টেডিয়াম এলাকা থেকে শুরু হয়ে মালিবাগ রেলগেট পর্যন্ত গিয়ে শেষ হবে।

এআরএস