রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। এরই মধ্যে ফায়ার সার্ভিসকে সহায়তায় যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনীর অগ্নিনির্বাপণ সাহায্যকারী দল।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনে মার্কেটের বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
এর আগে বুধবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, ভয়াবহ আগুন চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। রাত ৩টা ৪৩ মিনিটের দিকে তারা আগুন লাগার খবর পান।
এদিকে আগুনের খবর পেয়ে ভোরে মার্কেটে ছুটে আসেন ব্যবসায়ীরা। তবে তার আগেই অনেকের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
নিজাম উদ্দীন নামের একজন ব্যবসায়ী জানান, আগুন লাগার খবরে ভোরে দোকানে আসি। আমার দোকানে আগুন না লাগলেও পাশের কয়েকটি দোকান পুড়ে গেছে। আগুন আমার দোকান পর্যন্ত আসতে পারে বলে মালামাল ছড়িয়ে নিয়েছি।
কৃষি মার্কেটের দুবাই জুয়েলার্সের মালিক আমির হোসেন বলেন, আমার দুটি জুয়েলার্সের দোকান ছিল। ভোর ৪টায় খবর পেয়ে মার্কেটে আসি। তখনও আমার দোকানে আগুন লাগেনি। মার্কেট বন্ধ থাকায় মালামাল সব সরাতে পারিনি। সামান্য কিছু আমার মতো সবাই সরিয়েছে।
দুই দোকানে দুই কোটি টাকার জুয়েলার্সের মালামাল ছিল জানিয়ে এই ব্যবসায়ী বলেন, মার্কেটের মোট ১৮টি সোনার দোকান ছিল। সবগুলো পুড়ে গেছে।
সিঙ্গাপুর জুয়েলার্স আবু কাওসার বলেন, আমার দোকানে দুই কোটি টাকার কাছাকাছি মালামাল ছিল। কিছু বের করা গেছে তবে বেশিরভাগই দোকানে ছিল। এখন দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
আরএস