মতিঝিলে সেনাকল্যাণ ভবনে আগুন

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৯:২৩ পিএম

রাজধানীর মতিঝিলে সেনাকল্যাণ ভবনের অষ্টম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এই আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রাত ৮টা ৫৫ মিনিটে মতিঝিলের সেনাকল্যাণ ভবনে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ৪টি ইউনিট পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আরএস