রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে আগুন

দক্ষিনখান (উত্তরা) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৪, ০৮:২৯ পিএম

রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, উত্তরার ৯ নম্বর সেক্টরে একটি ৬ তলা আবাসিক ভবনের ৫ তলায় আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

এদিকে উত্তরা ফায়ার সার্ভিসের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, আবাসিক ভবন হলেও ওই ফ্লোরে বায়িং হাউজের ব্যবসা চলত। মালামাল দিয়ে সব রুম গাদানো ছিল। এ কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম না হলে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়তে পারত। তবে তাৎক্ষণিকভাবে এ অগ্নিকাণ্ডে হতাহত কিংবা কোনো ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেননি এই কর্মকর্তা।

আরএস