দুই ঘণ্টা পর মেট্রোরেল চালু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৪, ০৫:৫৬ পিএম

প্রায় দেড় ঘণ্টা পর  বিকেল সোয়া ৪টার দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এসময়ে ভোগান্তিতে ছিলেন যাত্রীরা।

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া। 

[273892]

তিনি জানান, সিগন্যাল সিস্টেমে অসুবিধার কারণে রেল সার্ভিসটি বন্ধ রাখা হয়। লাইনের সমস্যার সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে সার্ভিস ফের চালু করা হয়েছে। কিছু যান্ত্রিক ত্রুটি হয়েছে। এখন আবার ঠিক হয়েছে।

এর আগে বিকেল সোয়া ৩টার দিকে কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় মেট্রোরেল।

আরএস