রাজধানীর বনানীতে নির্মাণাধীন ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৭, ২০২৪, ০৪:২২ পিএম
রাজধানীর বনানীতে নির্মাণাধীন ভবনে আগুন

রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি ৪ নম্বর রোডে একটি নির্মাণাধীন ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

আগুনের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, দুপুর ২টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার তথ্য পাই। জানতে পারি বনানী ৪ নম্বর রোডের এফ ব্লকে নির্মাণাধীন একটি ভবনে আগুন লেগেছে। সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতেরও সংবাদও পাওয়া যায়নি।

আরএস

AddThis Website Tools