ফেনী সাংবাদিক ফোরাম‍‍`র ইফতারে বিশিষ্টজনদের মিলন মেলা

নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: মার্চ ২৪, ২০২৪, ০৯:২৭ এএম

বিশিষ্টজনদের সম্মানে ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ফোরামের সভাপতি ফয়েজ উল্লাহ ভুঁইয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি আদিত্য আরাফাতের সঞ্চালনায় রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে  অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও বিএফিউজের সাবেক সভাপতি এবং ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।

অতিথি বৃন্দের মধ্যে আরও ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, ফেনী ৩ আসনের সংসদ সদস্য লে. জে. মাসুদ উদ্দিন চৌধুরী, ফেনী ১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ, সিপিডির ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি- বিইউবিটির প্রোভিসি অধ্যাপক ড. আলী নুর, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন, বিএফিউজের সাবেক সভাপতি এম আব্দুল্লাহ, এফবিসিসিআই পরিচালক ও বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির কার্যকরী সভাপতি হাজী আলাউদ্দিন, জেএসডি সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, এবি পার্টির সদস্য সচিব  মজিবুর রহমান মঞ্জু, ফেনী সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মোতাহার হোসেন মাসুম, সাবেক সেক্রেটারি ও দৈনিক সমকালের উপ সম্পাদক লোটন একরাম, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আইউব ভুঁইয়া, ফেনী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সেক্রেটারি একরামুল হক, সদ্য বিদায়ী সভাপতি তানভির আলাদিন প্রমুখ।

বক্তারা সুন্দর আয়োজনের জন্য ফেনী সাংবাদিক ফোরামের প্রতি কৃতজ্ঞতা জানান।
ইফতার শেষে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, উপ মহাদেশের সাংবাদিকতায় ফেনীর কৃতি সন্তান এবিএম মুসা, আব্দুস সালাম, ওবায়দুল হক, জহুর হোসেন, মাহবুবুল হক, গিয়াস কামাল চৌধুরীর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে।

সাংবাদিক নেতা এবং বিশিষ্টজনরা ফেনীর উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় জানান। এছাড়া ঢাকায় কর্মরত ফেনীর সাংবাদিকদের স্থায়ী অফিস প্রতিষ্ঠায় বিশিষ্টজনদের দৃষ্টি আকর্ষণ করেন। সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম এ ব্যাপারে সহায়তায় আশ্বাস দেন।

বিআরইউ