রাজধানীতে ভারি বর্ষণের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১০, ২০২৪, ১০:৫৮ এএম

সকাল থেকেই রাজধানীর আকাশে মেঘের লুকোচুরি চলছে। সকাল ৭টা দিকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। টানা কয়েকদিনের অস্বস্তিকর গরমের পর স্বস্তির বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী।

সোমবার বাংলামোটর, পুরান ঢাকাসহ বেশ কিছু স্থানে বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘণ্টাখানেকের বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও অফিসগামীদের পড়তে হয় ভোগান্তিতে।

আবহাওয়া অফিস বলছে, ঢাকাসহ সব বিভাগে সারদিনই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে ৩ বিভাগে ভারি বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ইএইচ