পুরান ঢাকায় ৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কোরবানির মাংস

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১৭, ২০২৪, ০৩:২১ পিএম

রাজধানীতে কেজি দরে বিক্রি করা হচ্ছে কোরবানির গরুর মাংস। মূলত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এসব মাংস সংগ্রহ করে বিক্রি করা হয়। ৪৫০ থেকে ৬৫০ টাকা কেজিতে মানভেদে এসব মাংস বিক্রি হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

সোমবার বেলা ১২ টার দিকে পুরান ঢাকার লালবাগ, কেল্লার মোড় এলাকায় গিয়ে এ চিত্র দেখা গেছে।

যারা কোরবানি দিতে পারেননি বা কম দামে কিনতে চান তারাই মূলত এসব মাংসের ক্রেতা। মাংসের পাশাপাশি বিক্রি হচ্ছে গরুর ভুঁড়ি। ১৫০-২০০ টাকায় বিক্রি হচ্ছে ভুঁড়ি।

সকাল থেকে ভিক্ষুক ও গরিব-অসহায় মানুষেরা বিভিন্ন বাসাবাড়ি থেকে যে মাংস সংগ্রহ করছেন সেগুলো তারা এসব স্থানে বিক্রি করছেন। আবার এ সুযোগকে কাজে লাগাচ্ছেন কিছু মৌসুমি ব্যবসায়ীরাও।

ইএইচ