আজও গাবতলীতে ঘরমুখো মানুষের ভিড়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১৮, ২০২৪, ১২:৪৭ পিএম

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন আজ। এদিকে ঘরমুখো মানুষের চাপ রয়েছে গাবতলী বাস টার্মিনালে। ঈদের আগে যারা যেতে পারেননি তারাই মূলত আজ বাড়িতে যাচ্ছেন।

মঙ্গলবার সকালে সরেজমিনে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল গিয়ে এ চিত্র দেখা যায়।

গাবতলীতে বাসের জন্য অপেক্ষমান যাত্রীরা জানান, তারা ঢাকাতেই কোরবানি করেছেন, ঈদের দ্বিতীয় দিনে যাচ্ছেন গ্রামের বাড়িতে।

হাফিজুল মিয়া যাবেন সিরাজগঞ্জে। স্ত্রী, দুই সন্তান নিয়ে গাবতলী বাস টার্মিনালের আলহামরা পরিবহনের কাউন্টারের সামনে অপেক্ষা করছেন। টিকিট পাননি তিনি।

জুলহাস জানান, ঈদের আগের দিন যাইনি। ভাড়া বেশি। তাছাড়া বাস পাব কি না, এই অনিশ্চয়তায় যাওয়া হয়নি। আজও তাই হচ্ছে। বাড়ি যাওয়া মানুষের ভিড়, টিকিট পাওয়া যাচ্ছে না।

আলহামরা কাউন্টারের টিকিট বিক্রেতা আমিরুল ইসলাম জানান, ঈদের আগের দিনের মতোই আজকেও যাত্রীদের চাপ রয়েছে। দুইটার আগ পর্যন্ত কোনো বাসে সিট ফাঁকা নেই।

তবে রংপুর, দিনাজপুরগামী বাসেও যাত্রীর চাপ রয়েছে।

ইএইচ