নিজস্ব প্রতিবেদক
ঈদুল আজহার ছুটি শেষে গত বুধবার খুলেছে সরকারি-বেসরকারি অফিস। এদিকে শুক্রবার ছুটির দিনেও সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকামুখী মানুষের সংখ্যা বাড়লেও বাড়তি চাপ নেই লঞ্চ টার্মিনালে। স্বাভাবিক সময়ের মতোই রয়েছে ঢাকামুখী যাত্রীদের সংখ্যা।
শুক্রবার বিকালের দিকে ঢাকা-বরিশাল নৌরুটের লঞ্চগুলো ডেকে পরিপূর্ণ যাত্রী নিয়ে ঘাটে ভিড়ে।
লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, ঈদের আগে যাত্রী চাপ বাড়ায় আশা পেয়েছিলাম। এখন সে আশা আর দেখছি না।
বিআইডব্লিউটিএ সদরঘাটের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম-পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, ঈদের পর যাত্রীচাপ স্বাভাবিক রয়েছে। আমাদের নিয়মিত লঞ্চগুলোই চলাচল করছে। অতিরিক্ত কোনো লঞ্চের প্রয়োজন পড়ছে না।
ইএইচ