ঢাকায় ‘বিলাস বহুল ফ্ল্যাট‍‍’ কিনেছেন পিএসসির অফিস সহায়ক খলিল

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১০, ২০২৪, ১১:৪৯ পিএম

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার পিএসসির অফিস সহায়ক খলিলুর রহমান ঢাকায় একটি ফ্ল্যাট কিনেছেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

খলিলের মা রোকসানা বেগম জানান, খলিল ঢাকায় একটি ফ্ল্যাট কিনেছে। তিনি ২/৩ বার সেই ফ্লাটে গিয়েছেন। তবে ঢাকার কোনো এলাকায় তা তিনি জানাতে পারেননি। এছাড়া অন্য কোথাও তার কোনো সম্পত্তি নেই বলে দাবি করেন তিনি।

খলিলের শ্বশুরবাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী গ্রামে। তবে সেখানে খোঁজ নিয়ে খলিলের কোনো সম্পত্তির সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় লোকজন ও খলিলের পরিবারের সদস্যরা জানান, খলিলের বাবা নিজাম উদ্দিন গাজী পিএসসিতে অফিস সহায়ক পদে চাকরি করতেন। পোষ্য কোটায় ২০০৮ সালের দিকে পিএসসিতে অফিস সহায়ক পদে খলিলের চাকরি হয়। পরের বছর পোষ্য কোটায় পিএসসিতে নিরাপত্তা প্রহরী পদে খলিলের বড় ভাই হাবিবুর রহমানেরও চাকরি হয়।

ইএইচ