প্রশ্নফাঁসের টাকায় মাদরাসা ও এতিমখানা চালান জাফর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১১, ২০২৪, ০৩:০৬ পিএম

পিএসসির নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ও পিএসসি থেকে সাময়িক বরখাস্ত সংস্থাটির উপপরিচালক আবু জাফরের গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামে। সেখানে ৬০ শতাংশ জমির ওপর একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করছেন তিনি।

বাড়ির পাশেই একটি মাদরাসা ও মসজিদ নির্মাণ করেছেন তিনি। নিজের টাকায় চালান প্রতিষ্ঠান দুটির যাবতীয় খরচ।

জানা গেছে, গ্রামের বাড়ি গেলে শ্বশুরবাড়িতে অবস্থান করতেন বেশিরভাগ সময়। তার শ্বশুরবাড়ি গলাচিপার কল্যানকলস গ্রামে। আবু জাফর কলাগাছিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত তোফাজ্জেল মিয়ার ছোট ছেলে। ১৮ বছর আগে তিনি মারা গেছেন। বর্তমানে আবু জাফরের পৈতৃক ভিটাবাড়ি নেই। তাই তিনি তার গ্রামে ৬০ শতাংশ জমি কিনে বাড়ি নির্মাণ করছেন।

এছাড়াও কলাগাছিয়া মিয়া বাড়ি হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের যাবতীয় খরচ চালান আবু জাফর।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, কয়েকটি মাদরসা এবং লিল্লাহ বোর্ডিংয়ের খরচ বহন করে আবু জাফর। বর্তমানে জাফরের একটি ডুপ্লেক্স বাড়ির কাজ চলমান আছে।

ইএইচ