দেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রীর সেই ৪০০ কোটির পিয়ন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪, ১২:৩৫ এএম

দেশ ছেড়ে আমেরিকা পালিয়ে গেছেন প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। গত দেড় মাস আগে তিনি দেশ ছেড়েছেন বলে সূত্রে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জাহাঙ্গীরের নিকট আত্মীয় জানান, গত দেড় মাস আগে তিন সন্তানসহ দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি আমেরিকায় পালিয়ে গেছেন।

সূত্র জানিয়েছে, সম্প্রতি কয়েকজন সরকারি কর্মকর্তার অবৈধ সম্পত্তির বিষয়ে খবর প্রকাশ হলে দেশব্যাপী দুর্নীতিবাজদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এজন্য নিজের নিরাপত্তার জন্য জাহাঙ্গীর আলম দেশ ছেড়ে পালিয়েছেন।

এর আগে, রোববার জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সব ব্যাংকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।

উল্লেখ্য, রোববার চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, হেলিকপ্টার ছাড়া চলে না। সে এখন ৪০০ কোটি টাকার মালিক। জানতে পেরে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। যদিও সেই সময় প্রধানমন্ত্রী ওই পিয়নের নাম বলেননি।

ইএইচ