কোটাবিরোধীদের তোপের মুখে হাজী সেলিম: আশ্রয় নিলেন ল্যাবএইড হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪, ১০:২৮ পিএম

ডাক্তার দেখিয়ে বাসায় ফেরার সময় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের তোপের মুখে পড়েছেন সাবেক সংসদ সদস্য হাজী সেলিম। শিক্ষার্থীদের তোপের মুখে তাকে শেষ পর্যন্ত আশ্রয় নিতে হয়েছে ল্যাবএইড হাসপাতালে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে এ ঘটনা ঘটে। 

সরেজমিনে দেখা যায়, ল্যাবএইড থেকে বের হওয়ার পর প্রায় ৩০০ থেকে ৪০০ আন্দোলনকারী তার গাড়ি দুটি আটকে দেয়। এ সময় হাজী সেলিমের অনুসারীদের সাথে আন্দোলনকারীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। 

একপর্যায়ে আন্দোলনকারীরা তার গাড়িতে হামলা চালালে তিনি ল্যাবএইড হাসপাতালে আশ্রয় নেন। এ সময় আন্দোলনকারীরা ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন। 

ইএইচ