মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে হামলা, আগুন দিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৮, ২০২৪, ০৬:৩৮ পিএম

কোটাবিরোধী ‘শাটডাউন’ কর্মসূচির মধ্যে ঢাকার মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুন দেওয়া হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে দেড় ডজন গাড়ি।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে এই তাণ্ডব চলে। পরে আগুন অন্য ফ্লোরেও ছড়িয়ে পড়ে। সড়কে অবরোধের কারণে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেখানে যেতে পারেনি ফায়ার সার্ভিস।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (কাবিখা) মো. বদরুল হক জানিয়েছেন, আমাদের ভবনের সব কাচ ভেঙে ফেলেছে। ভবনেও আগুন লেগেছে। আমরা ভবনের ছাদ থেকে আশপাশের ভবনের ছাদ দিয়ে বের হয়ে এসেছি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, আমরা অনেক আগেই তথ্য পেয়েছি কিন্তু আমাদের অবস্থা খারাপ। রাস্তায় ব্যারিকেড থাকায় আমরা যেতে পারছি না।

ইএইচ