সহিংসতায় জড়িত ‘বিএনপি-জামায়াত’ কাউকে ছাড় দেয়া হবে না বললেন বিপ্লব কুমার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২৪, ২০২৪, ০৪:০৩ পিএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না।

বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

এ সময় বিপ্লব কুমার সরকার বলেন, কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতার পরিকল্পনাকারী, বাস্তবায়নকারী এবং আর্থিক মদতদাতাদের খুঁজে বের করা হবে। বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরাই এই সহিংসতায় জড়িত।

বিপ্লব কুমার বলেন, সংহিসতার ঘটনায় তিনদিনে ঢাকায় ১ হাজার ৩৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর বিভিন্ন থানায় মামলা হয়েছে ১৫৪টি।

ইএইচ