মৃত ব্যারিস্টার মইনুল হোসেনকে ধরতে বাসায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৩১, ২০২৪, ১২:১৫ এএম

প্রয়াত সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করতে তার বারিধারার বাসায় গিয়েছিল পুলিশ।

সোমবার দুপুরে একটি মামলার ওয়ারেন্ট নিয়ে কয়েকজন পুলিশ সদস্য বারিধারার ২২ দূতাবাস রোডের বাসায় যান। তবে এ সময় বাসায় ব্যারিস্টার মইনুলের পরিবারের কোনো সদস্য ছিলেন না।

পরে পুলিশ সদস্যরা বাড়ির কর্মীদের কাছে ব্যারিস্টার মইনুলের অবস্থান জানতে চান। তারা পুলিশ সদস্যদের জানান, ব্যারিস্টার মইনুল মারা গেছেন। তখন পুলিশ সদস্যরা ডেথ সার্টিফিকেট দেখতে চান। ডেথ সার্টিফিকেট দেখানোর পর তারা চলে যান।

ব্যারিস্টার মইনুল হোসেনের ছেলে জাভেদ হোসেন গণমাধ্যমকে বলেন, পরিবারসহ আমরা বিদেশে আছি। সোমবার বাবার বিরুদ্ধে জারি হওয়া একটি ওয়ারেন্ট নিয়ে পুলিশ বাসায় গিয়েছিল। বাসার কর্মীরা তাদের ডেথ সার্টিফিকেট দেখিয়েছে। পরে তারা চলে যায়।

উল্লেখ্য, গত বছরের ৯ ডিসেম্বর ব্যারিস্টার মইনুল হোসেন ইন্তেকাল করেন।

ইএইচ