কী কারণে ডিবি থেকে সরিয়ে দেওয়া হলো হারুনকে?

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৩১, ২০২৪, ১১:৪৫ পিএম
কী কারণে ডিবি থেকে সরিয়ে দেওয়া হলো হারুনকে?

ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। বুধবার রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) হিসেবে নিয়োগ পেয়েছেন।

একই প্রজ্ঞাপনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিনকে ক্রাইম অ্যান্ড অপারেশনস থেকে ডিএমপির লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টে এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামানকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট থেকে ডিবিতে বদলি করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের জুলাইয়ে ডিবিতে এ কে এম হাফিজ আক্তারের স্থলাভিষিক্ত হন হারুন অর রশীদ। আলোচিত এই পুলিশ কর্মকর্তা ২০২১ সালের মে’তে যুগ্ম কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন পান।

ইএইচ

AddThis Website Tools