বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানির সদস্যদের সার্টিফিকেট প্রদান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪, ০২:১৩ পিএম

নিবন্ধিত সদস্যদের সার্টিফিকেট দিল বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ওনার্স অ্যাসোসিয়েশন (বিডকোয়া)।

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় ‌‘মিট এন্ড গ্রীট’ অনুষ্ঠানে সদস্য সনদ বুঝিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিডকোয়ার আহ্বায়ক মোহাম্মদ আলী ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান সজীব। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইঞ্জিনিয়ার ফরহাদুল ইসলাম।

অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক জিএম হাফিজের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিডকোয়ার সিনিয়র সহ-সভাপতি এস এম রেজাউল হক, সহসভাপতি ইঞ্জিনিয়ার ফরহাদুল ইসলাম ও আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ইমন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক মো. ফজলুল হক উজ্জ্বল, মো. হাবিবুর রহমান, উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন সুমন দেবনাথ এবং এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ওনার্স অ্যাসোসিয়েশন (বিডকোয়া) ইন্টেরিয়র সেক্টরে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদন প্রাপ্ত একমাত্র সংগঠন।

বিআরইউ