রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে বড় জমায়েতের কারণে চারপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে উলামা মাশায়েখ বাংলাদেশের ডাকা মহাসম্মেলনকে কেন্দ্র করে তীব্র যানজটে স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকা।
চানখারপুল এলাকায় যানজটে আটকে থাকা অফিস কর্মী আবেদ আলী আমার সংবাদকে বলেন, আমি জানি না, তারা এই সমাবেশের মাধ্যমে ভবিষ্যতে কী অর্জন করতে চায়। কিন্তু তাদের এই কর্মসূচি যাত্রীদের মূল্যবান সময় নষ্ট করছে।
সজীব নামের একজন বলেন, কেউ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করলে বা শাহবাগ মোড়ে অবরোধ করলে প্রত্যেকবার এমনটা ঘটে। সাধারণ মানুষ প্রতিবারই ভোগান্তির শিকার হয়। কিন্তু এই সমাবেশ বা সম্মেলনের আয়োজনকারীরা রাজনৈতিক দল বা যাই হোক, আসলে কিছুই পরোয়া করে না।
এর আগে রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে ইসলামি পণ্ডিত ও অনুসারীদের মহাসম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সকাল থেকে শহরের বিভিন্ন স্থানের মানুষদের সমাবেশস্থলে পৌঁছাতে দেখা গেছে।
সমাবেশে যোগ দিতে ঢাকায় লোকদের নিয়ে আসা খালি বাসগুলো সমাবেশস্থলের কাছে রাস্তায় পার্ক করা ছিল।
সকালে মেট্রো স্টেশনগুলোতেও যাত্রীদের উপচে পড়া ভীর দেখা গেছে।
সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে বড় জমায়েতের কারণে চারপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। এতে পুরো শহরের যান চলাচলে বিঘ্নিত হচ্ছে।
ইএইচ