বিএনপির শোভাযাত্রাকে ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ০৩:২৬ পিএম

বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রা ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিভিন্ন মোড়ে মোড়ে মোতায়েন রয়েছেন পুলিশ ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা।

আজ শুক্রবার দুপুর ২টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হবে। পরে জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে গিয়ে শেষ হবে।

শোভাযাত্রায় অংশ নিতে হাজার হাজার নেতাকর্মীর ঢল নেমেছে বিএনপির কার্যালয়ের সামনে। তাদের সবার হাতে বিএনপির দলীয় পতাকা ও গায়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের টি-শার্ট।

সরেজমিনে দেখা গেছে, কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে নয়াপল্টনে প্রবেশমুখের সড়কটিতে ব্যারিকেড দেওয়া হয়েছে। তবে তার বিপরীত সড়কটি খোলা।

এসব দেখভাল করছেন ট্রাফিকের সদস্যরা। পাশে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের সামনে রাখা হয়েছে সাঁজোয়া যান ও জলকামান। তার বিপরীত সড়কে শ্রম আদালত ভবনের সামনে একটি পিকআপে পুলিশ সদস্যরা প্রস্তুত রয়েছেন। ওয়াকিটকি হাতে পুলিশের সদস্যরা বিএনপির শোভাযাত্রায় আসা কর্মীদের নানাভাবে সহযোগিতা করছেন।

বিআরইউ