মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ১১:২৩ এএম

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি চেয়ে আবারো আন্দোলন শুরু করেছেস চালক-মালিকরা।

রোববার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় এ আন্দোলন।

মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক, তিন রাস্তার মোড়ে শতশত রিকশা চালক অবস্থান নিয়েছে। এতে সবধরনের যানচলাচল বন্ধ রয়েছে। ফলে অফিস ও জরুরি কাজে যারা বের হয়েছেন তারা পড়েছেন বিপাকে। অনেকে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।

আন্দোলনকারীরা বলছেন, আমাদের দ্রুত সময়ের মধ্যে সড়কে চলাচলের জন্য বিআরটিএ থেকে লাইসেন্স দিতে হবে। অটোরিকশাকে গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি দিতে হবে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, কোনো কারণ ছাড়া আজও তারা সড়ক অবরোধ করেছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

ইএইচ