এক্সপ্রেসওয়েতে তরুণীকে হত্যা: অস্ত্রসহ প্রেমিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০১:২১ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শাহিদা আক্তার (২২) নামে এক তরুণীকে গুলি করে হত্যার ঘটনায় রিভলবারসহ প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে (২৩) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

রোববার দিবাগত রাতে ভোলার ইলিশা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তন্ময় রাজধানীর ওয়ারীর ২২নং বণগ্রাম রোডের মৃত শফিক শাহর ছেলে।

তার স্বীকারোক্তির ভিত্তিতে সোমবার সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি পুকুরে তল্লাশি চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রিভলবার উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. ইশতিয়াক রাসেল জানান, সদরঘাট থেকে লঞ্চে করে ভোলা মনপুরা দ্বীপে পালিয়ে যাচ্ছিল তন্ময়। গ্রেপ্তার তৌহিদকে নিয়ে তরুণীর লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা করছে ডিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণীকে হত্যার কথা স্বীকার করেছে তৌহিদ। তার বাড়ি রাজধানীর ওয়ারী এলাকায়।

ইএইচ