সোহরাওয়ার্দী উদ্যানে যৌথবাহিনীর অভিযান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০৯:২৫ পিএম
সোহরাওয়ার্দী উদ্যানে যৌথবাহিনীর অভিযান। ছবি: সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশ ও সেনাবাহিনীর মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়েছে। এখন পর্যন্ত ২০ জনের বেশি আটক হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে এ অভিযান শুরু হয়।

এ বিষয়ে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে। কিশোর থেকে শুরু করে নারীরাও এখানে মাদক সেবন করছে। এতে ঘুরতে আসা জনসাধারণ নানা ভোগান্তিতে পড়ছে।

ওসি আরও বলেন, মাদকবিরোধী এ অভিযানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও আছেন।

আরএস