আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এদিন সকাল ১০টায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। ভাষণটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে মধ্যদিয়ে ১৬ ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় হওয়ার পরে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে জাতি এবার নতুন করে মহান বিজয় দিবস উদযাপন করছে।
মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী হঠাতে এবং এরপর এ বছর শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের কবল থেকে প্রিয় মাতৃভূমিকে মুক্ত করতে যেসব শহিদ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, জাতি তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নতুন করে শপথ গ্রহণ করবে।
আজ মহান বিজয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন।
বাণীতে তিনি বলেন, “১৬ ডিসেম্বর বিজয় দিবস। দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় এবং স্মরণীয় দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীনতার স্বাদ এবং জাতি হিসেবে নিজস্ব পরিচিতি। লাখ লাখ শহিদের রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা পেয়ে যাই আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা।”
ইএইচ