আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ১১:৪৫ পিএম

বিশ্বের উন্নয়নশীল আটটি দেশের পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতাকারী সংগঠন অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন— ডি-৮ এর ১১ম শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার রাতে মিশর যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মিশরে অবস্থানকালে তিনি আগামী ১৯ ডিসেম্বর রাজধানী কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ‘প্রধান উপদেষ্টার আগামী ১৯ ডিসেম্বর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার কথা রয়েছে।’

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ১টায় কায়রো উদ্দেশ্য ঢাকা ত্যাগ করবেন ড. মুহাম্মদ ইউনূস।

চলতি বছরের ১২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুর রিৎজ কার্লটন হোটেলে আল-আজহার মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ আল-তায়েব বাংলাদেশের অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানান।

ইএইচ