কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কলম বিরতি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ০৫:৫৩ পিএম

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কলম বিরতি কর্মসূচি পালন করছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সকাল ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম, বিসিএস কৃষি ক্যাডার এসোসিয়েশনের আহ্বায়ক ড. মো. সাহিনুল ইসলাম।

এছাড়া বিভিন্ন উইং ও প্রকল্পের পরিচালকসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ এতে অংশগ্রহণ করেন। ১ ঘন্টা ব্যাপী চলমান এই কর্মসূচিতে বক্তব্য রাখেন বিসিএস কৃষি ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং অন্যান্য সদস্যবৃন্দসহ আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের পক্ষে বিসিএস কৃষি ক্যাডারের সমন্বয়কবৃন্দ।

সংগঠনটির নেতারা তাদের আগত বিভিন্ন কর্মসূচি এবং গৃহীত উদ্যোগ সম্পর্কে সকল কৃষি ক্যাডার কর্মকর্তাদের অবহিতকরণের পাশাপাশি বৈষম্যের সাতকড়চা উপস্থাপন করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সকল কর্মসূচিতে সংহতি প্রকাশ এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানের মাধ্যমে সফলভাবে কলম বিরতি কর্মসূচি সম্পন্ন হয়।

বিআরইউ