রাজধানীতে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার দুজন হলেন- মো. জীবন মিয়া ও লিপি আকতার।
শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।
বলেন, শনিবার বিকালে কয়েকজন মাদক কারবারি যাত্রাবাড়ীর নবারুণ স্কুল অ্যান্ড কলেজের সামনে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে বিক্রির উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে অভিযান চালায় ডিবি পুলিশ। তারা ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে জীবন ও লিপি আকতার নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তাররা মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তারা দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজাসহ অন্যান্য অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। উদ্ধারকৃত গাঁজা তারা বিক্রির উদ্দেশে নিজেদের কাছে রেখেছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
ইএইচ